রাজগঞ্জ, ১৬ নভেম্বরঃ ২৩৭ কিলো গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ২।ধৃতদের নাম মহম্মদ হুসেন (৪৫) ও ছোদে শা (৫৬)।দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ট্রাকে করে প্রচুর গাঁজা শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সারিয়াম এলাকায় ঘাঁটি গাড়ে।এরপর নির্দিষ্ট ট্রাকটিকে দাঁড় করায় পুলিশ।সেই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৩৭ কেজি গাঁজা।ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে।ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।এদিকে খবর পেয়ে রাজগঞ্জ থানায় ছুটে আসেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর কুমার পাল বিডিও পংকজ কোনার।
বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।