শিলিগুড়ি,২৬ জুলাইঃ ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ। শিলিগুড়িতে এসে ২ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ।ধৃতদের নাম অশ্বীন প্যাটেল ও রামকুমার।ধৃতরা সুরাট ও রাজস্থানের বাসিন্দা।
জানা গিয়েছে, মুম্বাইয়ে বেশ কয়েকজন ব্যক্তি একটি ভুয়ো সংস্থা খুলেছিল।সেখানে এক ব্যক্তি নগদ ২ কোটি টাকা দিয়েছিল।এরপর সেই টাকা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল ধৃতরা।ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ ৬ জনকে গ্রেফতারও করে।কিন্তু এই দুই ব্যক্তির খোঁজে বেশকিছুদিন ধরে তল্লাশি চলছিল।ধৃতরা পালিয়ে কলকাতায় আসে।সেখান থেকে পালিয়ে তাঁরা শিলিগুড়িতে এসে বিধান রোডে একটি হোটেল ভাড়া নিয়েছিল। রবিবার রাতে শিলিগুড়ি থানার পুলিশ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগীতায় ওই হোটেলে হানা দেয় মুম্বাই পুলিশের একটি দল। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন মুম্বাই পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের সঙ্গে আরও কয়েকজন মিলে এক ব্যক্তির থেকে ২ কোটি টাকা নেয়। এরপরই তাদের অফিস বন্ধ ছিল। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ২ জন কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিল।