শিলিগুড়ি,৩ আগস্টঃ এবারে মাত্র ২ টাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সমাজের অসহায় মানুষেরা।শিলিগুড়ি এবং শহর সংলগ্ন এলাকার দুঃস্থ মানুষেরা পাবেন এই পরিষেবা।ছেলে অনির্বাণ পালের মৃত্যুবার্ষিকীতে এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মা সুমিতা পাল।
গত বছর ৩ আগস্ট শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার বাসিন্দা অনির্বাণ পাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান।এরপরই ছেলের স্মৃতির উদ্দেশ্যে সমাজের অসহায় মানুষদের সেবায় উদ্যোগী হন সুমিতা দেবী।
তিনি বলেন, করোনায় নিজের আদরের ছেলেকে হারিয়েছি।মৃত্যুর পরও যাতে ও সকলের মধ্যে বেঁচে থাকতে পারে সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করেছি।স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির হাতে অনির্বাণের স্মৃতিতে দুঃস্থ মানুষদের সেবায় একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল।
অন্যদিকে এই বিষয়ে সংস্থার সভাপতি রাকেশ দত্ত বলেন, মাত্র ২ টাকায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সমাজের অসহায়-দুঃস্থ মানুষেরা।এই দায়িত্বটাকে সঠিকভাবে পালনের চেষ্টা করব আমরা।