শিলিগুড়ি, ১৫ আগস্টঃ শিলিগুড়িতে ২৬ কিলো ২৫০ গ্রাম সোনা সহ ৩ জনকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতদের নাম সৌরভ শামারাও শিখন্ডে(২৩),সন্দেশ আপা নরালে(২১)এবং শশীকান্ত তানাজী কুটে(২৫)।তারা মহারাষ্ট্রের বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল রাতে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে এই সাফল্য পায় ডিআরআই। উদ্ধার হয় ২৬ কিলো ২৫০ গ্রাম সোনা।উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৪২৪ টাকা।
পুলিশ সূত্রে খবর, আজ তাদের ৩ জনকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
ডিআরআই এর আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, গোপন সূত্রে ডিআরআই টিমের কাছে খবর আসে যে ব্রহ্মপুত্র মেলে সোনা পাচার করা হচ্ছে।এরপরই অভিযান চালিয়ে ১৬০ পিস গোল্ড বার উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, এই সোনা মায়নমার থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।