রাজগঞ্জ, ২২ জানুয়ারিঃ বিলুপ্তপ্রায় গোল্ডেন তক্ষক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ধৃতরা হল থুটান জাম্বা অরুনাচল প্রদেশের বাসিন্দা এবং নর বাহাদুর লামা ও নাডুরাম পেগাগ অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে মালবাজার ব্লকের ওদলাবাড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করে বনকর্মীরা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গোল্ডেন তক্ষক।পাশাপাশি একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে বেলাকোবা রেঞ্জের কর্মীরা।
এই বিষয়ে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে গোল্ডেন তক্ষক সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।জেরায় ধৃতরা জানিয়েছে তক্ষকটি মেঘালয় থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।প্রায় ২৫ লক্ষ টাকায় বিক্রির কথা ছিল।
ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।