শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অভিযুক্ত ৩ বাংলাদেশি নাগরিককে ২ বছর সশ্রম কারাদন্ডের সাজা ঘোষনা করল শিলিগুড়ি আদালত।শিলিগুড়ি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাস্ট ক্লাস সেকেন্ড কোর্টের বিচারপতি শর্মিষ্ঠা ঘোষ আজ এই সাজা ঘোষনা করেন।
জানা গিয়েছে তিন অভিযুক্ত মহম্মদ রহীম, মহম্মদ ইব্রাহিম এবং মহম্মদ হাসনাইল কে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারত-নেপাল সীমান্তে নকশালবাড়ি থানার পুলিশ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করে।তিনজনের পাসপোর্ট এবং ভিসা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।এই কারণে ফরেনার অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে ৩ জনকে গ্রেফতার করা হয়।গত দুই বছর ধরে শিলিগুড়ি আদালতে মামলা চলার পর আজ সাজা ঘোষনা করা হয়।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সৌমিত্র সিনহা সরকার বলেন, ২০১৯ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে মহম্মদ রহীম, মহম্মদ ইব্রাহিম এবং মহম্মদ হাসনাইলকে গ্রেফতার করা হয়।২ বছর ধরে মামলা চলছিল।আজ সাজা ঘোষনা হল।