শিলিগুড়ি, ১৪ জুনঃ ফের একবার বড়সড় সাফল্য পেল ডিআরআই।৩ কোটি টাকার বেশি সোনা সহ গ্রেফতার দুজন।ধৃতদের নাম সূরজ শিবাজী পাওয়ার(১৯) এবং ভিম সুভাষ বিভূতি(৪৩)।দুজন মূলত মহারাষ্ট্রের বাসিন্দা হলেও বর্তমানে সূরজ শিবাজী পাওয়ার তমলুকে এবং ভিম সুভাষ বিভূতি ইসলামপুরে থাকেন।
জানা গিয়েছে, গত ১২ জুন গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইসলামপুরে ঢুকেছে।সেই সোনা তমলুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল।তবে তার আগেই ইসলামপুরে অভিযান চালায় ডিআরআই টিম।সেখানে চলন্ত বাস থামিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়।এরপর তল্লাশি চালিয়ে তার কোমরে থাকা একটি বিশেষ বেল্টের পকেট থেকে উদ্ধার হয় সোনা।যার ওজন ৩ কেজি ৬৬০ গ্রাম।উদ্ধার হওয়া সোনার কোন বৈধ নথী না থাকায় গ্রেফতার করা হয় সূরজ শিবাজী পাওয়ারকে।
গত ১৩ তারিখ শিলিগুড়ি ডিআরআই অফিসে জিজ্ঞাসাবাদ করে ভিম সুভাষ বিভুতির নাম জানতে পারে ডিআরআই আধিকারিকেরা।এরপরই কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিয়ে ইসলামপুরের ভিম সুভাষ বিভুতির বাড়ি এবং দোকানে অভিযান চালানো হয়।তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৯৩২ গ্রামের সোনার বিস্কুট, ৩৪ লক্ষ ৬৬ হাজার ৩০০ নগদ টাকা এবং দোকান থেকে উদ্ধার হয় ৫৬৯ গ্রাম সোনা।উদ্ধার হওয়া সোনার বৈধ নথী দেখাতে না পারায় তাকেও গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া সমস্ত সোনার বাজারমূল্য ৩ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার ৮৬৯ টাকা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।ধৃতদের জামিনের আর্জি খারিজ করে আগামী ২৭ জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।