শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ বাড়িতে স্বামীর সঙ্গে বচসা।এরপর দিদির বাড়িতে গিয়ে নিখোঁজ গৃহবধূ।তিন দিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ।চিন্তায় পরিবার।
জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি মাটিগাড়া এলাকার বাসিন্দা নারায়ণ মন্ডল ও তার স্ত্রী লক্ষ্মী রায়ের কোন বিষয়ে বিবাদ হয়।এরপর বাড়ি থেকে বেরিয়ে এনজেপির উদয়নগর এলাকায় এক দিদির বাড়িতে চলে যান লক্ষ্মী।এরপর নারায়ণ মন্ডল স্ত্রীকে তার দিদির বাড়িতে নিতে পৌঁছালে জানতে পারেন সে সকালে বেরিয়ে গেছে।এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি।
ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন স্বামী।এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।জানা গিয়েছে, নারায়ণ মন্ডল ও লক্ষ্মী রায়ের একটি শিশুও রয়েছে।স্ত্রীর খোঁজ পেতে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন স্বামী।