৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল কলেজ।সোমবার এমনটাই ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।অষ্টম থেকে দ্বাদশ শ্রেনী অবধি খুলছে স্কুল।এছাড়া পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় শিক্ষালয় শুরু হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।এরপরই বিভিন্ন জায়গায় পড়ুয়া, শিক্ষক অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব হয়।তবে সংক্রমণ কিছুটা কম হতেই ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করল সরকার।
