শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ এক মাস বন্ধ থাকার পর ফের আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি।পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পর্যটন ব্যবসায়ীরা।
পর্যটনের মরশুমে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সন্মুখীন হয়েছিল পর্যটন ব্যবসায়ীরা।এরপর বিভিন্ন পর্যটন সংস্থার তরফে রাজ্য সরকারের কাছে পর্যটন কেন্দ্র খোলার আবেদন জানানো হয়েছিল।সেই আবেদনে সাড়া দিয়ে পর্যটন কেন্দ্র খোলার কথা গতকাল ঘোষণা করেছে রাজ্য সরকার।এরফলে খুশি পর্যটন ব্যবসায়ীরা।