রাজগঞ্জ, ৮ জুলাইঃ ব্যালট বিভ্রাট! প্রায় তিন ঘন্টা বন্ধ থাকলো রাজগঞ্জের একটি বুথের ভোট গ্রহণ।শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।পরবর্তীতে তিন ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া।
জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কেবলপাড়া ১৮/৬৪ নম্বর বুথে সঠিক সময়েই ভোট গ্রহণ শুরু হয়। প্রায় দুই ঘন্টা ভোট চলার পর হঠাৎ এক ভোটারের নজরে পরে প্রার্থীর প্রতীক চিহ্নের পাশে যার নাম থাকার কথা, তার নাম নেই। ততক্ষণে প্রায় ৮০ টি ভোট হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
বিজেপি প্রার্থী মুকুন্দ রায় বলেন, বৌমা ভোট দিতে এসে দেখেন প্রতীক চিহ্নের পাশে আমার নাম নেই। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে তিনি আমাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে আমি গিয়ে দেখি ঘটনাটা সঠিক। তখনই ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এরপর কয়েক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকায় ভোটাররা বাড়ি ফিরে যায়। তাই আমি চাই ভোট অন্যদিন করা হোক। কিন্তু দাবি পূরণ না হওয়ায় বিজেপির পোলিং এজেন্টরা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান।
অন্যদিকে তৃণমূল প্রার্থী নারায়ণ বসাক বলেন, ভোট ঠিকঠাকই চলছিল। হঠাৎ নজরে পড়ে পার্শ্ববর্তী মুরগিভিটা ১৮/৫৯ নম্বর বুথের কিছু ব্যালট পেপার কেবলপাড়া ১৮/৬৪ নম্বর বুথে চলে এসেছে। সেই ব্যালট পেপারে কয়েকটি ভোট হয়েও গিয়েছে। তাই ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। শেষ পর্যন্ত ভোট গ্রহণ চালু হয়।