শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ শিলিগুড়ির দেবীডাঙায় ৩ কাঠা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ।
জানা গিয়েছে, পুরনিগমের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ সিং এবং তার স্ত্রী কিরণ সিং ৮ বছর আগে কালকুট এলাকায় ৩ কাঠা জমি কিনেছিলেন।ওই জমিতে তারা ঘর বানানো শুরু করলে স্থানীয় জমি মাফিয়ারা তাদের উত্যক্ত করা শুরু করে।এর মধ্যেই রাতারাতি মাফিয়ারা ওই জমির দেওয়াল ভেঙে দেয় বলে অভিযোগ।
দম্পতির অভিযোগ, এই বিষয়ে পুলিশকেও জানানো হয়।কিন্তু জমি মাফিয়াদের সঙ্গে পুলিশের যোগসূত্র রয়েছে বলে দাবী দম্পতির।পুলিশের তরফে কোনো সাহায্য পাচ্ছেন না তারা।এরপরই পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন দম্পতি।
অপর পক্ষের তরফে অশোক চন্দ্র দাস বলেন, তার শ্বশুরের প্রায় ১৪ বিঘা জমি ছিল।এই জমির ৩ জন অংশীদার রয়েছে।এই ৩ অংশীদারের মধ্যে একজনের মৃত্যু হয়।এরপরই বাকি ২ জন অংশীদার আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়।অভিযোগ, সেই জমিকেই পঙ্কজ সিং এবং তার স্ত্রী কিরণ সিং তাদের জমি বলে দাবী করছে।তিনি আরও বলেন, এই জমিতে ৪৫ ডেসিমেল জমি তাদের রয়েছে।এরফলে কোর্টের তরফে ১৪৪ ধারা লাগানো হয়।আমার ওপর ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।