নিউজ ডেস্কঃ ভারতে লাগু হল ৩ নতুন ফৌজদারি আইন।আজ থেকেই কার্যকর হয়েছে এই নতুন আইন।এই তিন নতুন আইন হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
নতুন আইন লাগু হতেই ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দিল্লিতে প্রথম এফআইআর দায়ের করা হয়েছে।এক হকারের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল করে ব্যবসা করার অভিযোগে এই এফআইআর দায়ের হয়েছে।
ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির বদলেই এসেছে ভারতীয় ন্যায় সংহিতা আইন।ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন জারি হয়েছে।অন্যদিকে ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর করা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।