শিলিগুড়ি, ৮ জুলাইঃ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রান্নার গ্যাস, পেট্রল, ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুং বস্তি তৃণমূল পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হল।
এদিনের কর্মসূচিতে ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ সাহা সহ দলের অন্যান্য সদস্যরা সামিল হয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৬ জুলাই থেকে ১৩ জুলাই রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূল নেতা নেত্রী থেকে সমর্থকরা।