করোনা সংক্রমিতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস

শিলিগুড়ি, ২ জুলাইঃ ৩ নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমিতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।


প্রসঙ্গত, বুধবার রাতে ৩ নম্বর ওয়ার্ডে একজন করোনা আক্রান্ত হন।ঘটনার খবর পেয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্তোষ সাহা।কমিটির তরফে ১ মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার বলেন, ওই পরিবারটিকে ১ মাসের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে।আগামীতে যদি কোনোরকম সাহায্যের প্রয়োজন হয় তবে যথাসম্ভব সাহায্য করা হবে।


এদিকে ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্তোষ সাহাও পরিবারটিকে সাহায্যের কথা জানিয়েছেন।   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş