জলপাইগুড়ি, ২৬ আগস্টঃ জলপাইগুড়ি কোভিভ হাসপাতালে ফের মৃত্যু।গত ৩ দিনে পরপর ৩ জনের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।তবে এই মৃত্যুর পেছনে পরিবারের গাফিলতির কথা বলছেন ডঃ সুশান্ত রায়।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার, মঙ্গবার,বুধবার এই তিন দিনে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।যদিও এই তিনজনের মৃত্যুর জন্য তাদের পরিবারের সদস্যদের দায়ী করেছেন উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুশান্ত রায়।
ডঃ সুশান্ত রায় বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের হাইসুগার ছিল।সুগার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকে দেখিয়ে সুগার নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল।তাহলে মৃত্যু হত না।হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা চিকিৎসার জন্য সময় পায়নি বলে জানিয়েছেন তিনি।
জলপাইগুড়ি জেলায় করোনার এন্টিজেন টেস্ট করা শুরু হয়েছে। চলতি মাসের ১২ তারিখ থেকে গতকাল পর্যন্ত মোট ১৩,৯২০ জনের টেস্ট হয়েছে এর মধ্যে ৪৭৫ জনের করোনা পজেটি এসেছে বলে জানিয়েছেন ডঃ সুশান্ত রায়।