নকশালবাড়ি, ১৪ নভেম্বরঃ দূর্গা পুজোয় ট্রাফিক সচেতনতা।দার্জিলিং জেলার ৩ টি পুজো কমিটিকে পুরস্কৃত করল দার্জিলিং জেলা ট্রাফিক পুলিশ।
এদিন নকশালবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের ভবনে দার্জিলিং চৌরাস্তা দূর্গা পুজা কমিটি, নকশালবাড়ি শিবাজী সংঘ এবং খড়িবাড়ি বলাইঝোড়া দুর্গাপুজা কমিটিকে পুরস্কার ও ৪৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সোরেপ শেরপা লেপচা, ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি, বিডিও নকশালবাড়ি প্রনব চট্টরাজ, নকশালবাড়ি থানার ওসি পুলক রায় সহ অন্যান্য ট্রাফিক ওসিরা।
প্রতিবছরেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে সচেতনতার উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হয়।পথ দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন দার্জিলিং জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সোরেপ শেরপা লেপচা।
