আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারিঃ দীর্ঘ প্রায় তিরিশ বছর পর ফের ফালাকাটা ব্লকের খগেনহাট ভায়া জটেশ্বর হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত চালু হল সরকারি বাস পরিষেবা।মঙ্গলবার শুভ সূচনা হয় এই পরিষেবার।আগামীকাল থেকে নিয়মিত এই পরিষেবা চলবে।
এদিন ফালাকাটার খগেনহাট নাথুনী সিং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাসটির শুভ সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।
এই বিষয়ে চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানান, প্রাথমিকভাবে একটি বাস খগেনহাট থেকে জটেশ্বর ও ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার সদরে যাবে।যাত্রীর সংখ্যা সন্তোষজনক হলে আরও একটি বাস সেখান থেকে বীরপাড়া হয়ে জেলা সদরে চালানোর পরিকল্পনাও রয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর জয়ন্ত অধিকারী, সিএডিসির চেয়ারম্যান সুভাষ রায়, ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ, ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস, বিশিষ্ট সমাজ সেবী দেবজিৎ পাল প্রমুখ।
দীর্ঘদিন বাদে জেলা শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষ।