খড়িবাড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ সীমান্ত এলাকায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৩০ দিনের সেলাই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করল এসএসবি।
শনিবার রানিডাঙ্গা ৪১ নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে ও এমএস ম্যানেজমেন্ট সার্ভিসের সহযোগিতায় খড়িবাড়ির মদনজোত ৪১নং ব্যাটালিয়ানের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রানিডাঙ্গা হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডার ও ওকেন্দ্র সিং, মদনজোত ক্যাম্পের ইনচার্জ নিখিল বিশ্বাস, মৃনাল রঞ্জন রায়,বিমল সিনহা সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, ৬৬জন মহিলাকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।সুক্ষ্ম সেলাই থেকে শুরু করে কাটিং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শেষদিনে মহিলাদের সার্টিফিকেট প্রদান করা হবে।সীমান্ত এলাকায় এর আগে জুয়েলারি, ইলেকট্রনিক ট্রেনিং থেকে মোবাইল রিপিয়ারিং কোর্সের ব্যবস্থা করেছিল এসএসবি।