খড়িবাড়ি, ২৯ সেপ্টেম্বরঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত রানীগঞ্জ-বিন্নাবাড়ি মন্ডলের ভজনপুর গ্রামে অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৩০টি পরিবার।বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য গণেশ চন্দ্র দেবনাথ সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
গণেশ চন্দ্র দেবনাথ বলেন, বিন্নাবাড়ির ৪৫ এবং ৪৬ নম্বর বুথ থেকে প্রায় ৩০টি পরিবার বিজেপিতে যোগদান করল।এদিনের কর্মসূচিতে রানীগঞ্জ-বিন্নাবাড়ি মন্ডলের সভাপতি ভোলানাথ সিদ্ধা, সাধারণ সম্পাদক ভবেশ রায়, সন্তোষ রায়, নান্টু মন্ডল এবং অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।