শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ বাড়ি মালিকের লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার চুরির অভিযোগে এক ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম রিমা সাহা এবং কুশল মল্লিক।
জানা গিয়েছে, গত দেড় বছর আগে মাটিগাড়া থানা অন্তর্গত বর্মন সিং জোত এলাকায় প্রিয়াঙ্কা মজুমদার ঘোষের বাড়িতে রিমা সাহা এবং কুশল মল্লিক ভাড়া থাকতো।সেইসময় বাড়ির মালিক প্রিয়াঙ্কা মজুমদার ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তারা।এর সুযোগ নিয়ে রিমা চুরির ঘটনা ঘটায়।গত ১৮ ডিসেম্বর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা মজুমদার ঘোষ।
অভিযোগ, কয়েকমাসে আগে প্রিয়াঙ্কা মজুমদার ঘোষ অন্তসত্ত্বা ছিলেন।সেইসময় তিনি মায়ের বাড়িতে যান।সন্তানের জন্মের পর প্রিয়াঙ্কার মায়ের বাড়িতেও আসা-যাওয়া শুরু করে রিমা।সেই সুযোগ নিয়ে প্রিয়াঙ্কার মায়ের বাড়ি থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা চুরি করে।চুরি যাওয়া সোনার বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।
চুরি হওয়ার দু-তিন দিন পর বিষয়টি জানতে পারেন পিয়াঙ্কা।এরপর রিমাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনা স্বীকার করে সে।পরবর্তীতে তারা ভাড়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।এদিকে রিমার কাছে সোনার অলঙ্কার ফেরত চাইলে টাকার দাবী করে।যেকারনে ৬ লক্ষ ৩৯ হাজার টাকা দেওয়া হয়।কিন্তু সোনার অলঙ্কার ফেরত পাননি প্রিয়াঙ্কা।
এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে বাগডোগরা এলাকা থেকে দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।রিমা সাহার তিন মাসের সন্তান থাকার জন্য তার জামিন মঞ্জুর করে আদালত।তবে রিমার স্বামী কুশল মল্লিকের কাছ থেকে চুরি করা সোনা উদ্ধার করতে তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।