শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ৩০ নভেম্বরের মধ্যে মাটিগাড়ায় বেইলি ব্রিজের কাজ শেষ হচ্ছে, জানালেন পিডব্লিউডি আধিকারিকেরা।এরফলে ১ ডিসেম্বর থেকেই বেইলি ব্রিজ দিয়ে শুরু হবে যান চলাচল।
প্রসঙ্গত, ভারী বৃষ্টির জেরে গত ২০ অক্টোবর বালাসন ব্রিজের ৩ নম্বর পিলার বসে যায়।এরপর বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।ঘটনাস্থল পরিদর্শন করে বেইলি ব্রিজ তৈরি করার কথা বলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।এরপর থেকেই শুরু হয় বেইলি ব্রিজের কাজ।এই ব্রিজের ওপর দিয়ে মাত্র ১০টন ওজনের গাড়ি যাতায়াত করতে পারবে।অন্যদিকে বেইলি ব্রিজের ওপর যাতে চাপ না পড়ে তার জন্য ব্রিজের পাশেই তৈরি করা হচ্ছে অস্থায়ী হিউম ব্রিজ।
পিডব্লিউডি আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে হিউম ব্রিজের কাজও শেষ হবে।১ ডিসেম্বর থেকে বেইলি ব্রিজের পাশাপাশি হিউম ব্রিজ দিয়েও যান চলাচল শুরু হবে।