শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।ধৃতদের নাম হলবদিলসাদ খান এবং মহম্মদ ইসলাম।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে মাটিগাড়ার খাপরাইল মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে এসওজি আধিকারিকেরা।দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার।
এসওজি সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।উদ্ধার হওয়া এই ব্রাউন সুগার ডালখোলা থেকে আনা হয়েছিল।
ধৃতদের মাটিগাড়া থানা পুলিশের হাতে স্থানান্তরিত করা হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।