শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৪ জনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।গ্রেফতার অভিযুক্তদের নাম সৌরভ রায়, রাজু মহম্মদ, কৌস্তব তলাপাত্র এবং আলি।
এসওজি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ি থানার অন্তর্গত ঝঙ্কার মোড়ে মর্ডান বয়েজ ক্লাবের কাছে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে এসওজি টিম।ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
আজ অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।