শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)এবং এনজেপি থানার পুলিশ।অভিযুক্তের নাম দীপক মন্ডল।মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজি এবং এনজেপি থানার পুলিশ কাওয়াখালির বিশ্ববাংলা শিল্পী হাটের সামনে অভিযান চালিয়ে সন্দেহজনক একজনকে ধরে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় তাকে।
বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।