রাজগঞ্জ,২৯ সেপ্টেম্বরঃ ৩০ টাকার লটারি কেটে কোটিপতি হলেন এক শ্রমিক।পুজোর মুখে মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন রুনু শেখ।তিনি মালদা জেলার ইংরেজ বাজার থানার মিল্কি গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে কর্মসূত্রে ফুলবাড়ি এলাকায় থাকতেন।ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ গ্রামে এক কারখানায় কাজ করেন তিনি।রুনু শেখের বাড়িতে স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।বুধবার বিকেলে ফুলবাড়ির এক লটারি কাউন্টার থেকে ৩০ টাকার লটারি কাটেন রুনু শেখ।সন্ধ্যায় রেজাল্ট মেলাতেই কোটিপতি হয়ে যান তিনি।
রুনু শেখ বলেন, এর আগে লটার কেটে বড়ো পুরস্কার পাইনি।গতকাল ৩০ টাকার লটার কেটে ১ কোটি টাকা পেয়েছি।এই টাকা পেয়ে খুব খুশি।বাড়ি ফিরে গিয়ে একটি বাড়ি বানাবো ও মেয়ের বিয়ের জন্য টাকা জমা রেখে ধুমধাম করে মেয়ের বিয়ে দেব।
পরে নিরাপত্তার জন্য নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
Nice good luck