ফুলবাড়ি, ৪ জানুয়ারিঃ ৩১ ডিসেম্বরের রাতে বন্ধুদের সঙ্গে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ আকাশ দাসের মৃতদেহ উদ্ধার। শনিবার ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনি সংলগ্ন জোড়াপানি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।নিখোঁজ যুবকের বাড়ি ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায়।
উল্লেখ্য, গত ৩১ শে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়।সেই রাতে আকাশ ও তার অন্যান্য বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডাকে।সেখানে গিয়ে তাদের সঙ্গেও ফের ঝামেলা হয়।ঘটনায় গুরুতর চোট পায় আকাশ।সেইসময় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।এরপর থেকেই আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়।
আকাশের বন্ধুদের জেরা করে জানা যায়, আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিল তার বন্ধুরা।সেই যায়গায় যুবকের খোঁজ চালায় এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল।তিনদিন বাদে আজ সেই নদীতেই মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।পরিবারের সদস্যরা পৌঁছে আকাশের মৃতদেহ শনাক্ত করেন।ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।ঘটনার তদন্তে পুলিশ।