শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ বেআইনিভাবে মজুদ করে রাখা প্রায় ৩১ লক্ষ টাকার মদ উদ্ধার করলো আবগারি দফতর।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি আবগারি দফতরের কমিশনার সুজিত দাস এর নেতৃত্বে সেবক থানার অন্তর্গত কালীঝোড়ার প্রণামী মন্দির রোডে একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে সিকিমের মদ উদ্ধার হয়।যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
এদিন জলপাইগুড়ি আবগারি দফতরের কমিশনার সুজিত দাস জানান, অবৈধভাবে মজুত রাখা প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।বাড়ি মালিকের খোঁজ শুরু করা হয়েছে।