শিলিগুড়ি, ২৮ জুলাইঃ দিল্লির একটি ওষুধের কোম্পানির ৩১ লক্ষ টাকা আত্মসাৎ।শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ।ধৃতের নাম খোকন চক্রবর্তী।
জানা গিয়েছে, ২০১৩ সালে দিল্লির একটি ওষুধের কোম্পানি খোকন চক্রবর্তীকে এমআর অর্থাৎ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ করে।পরে খোকনকে সেখানকার সেলস ম্যানেজার করা হয়।অভিযোগ, দিল্লির সেই কোম্পানি থেকে ৮৪ লক্ষ টাকার ওষুধ নিয়েছিল খোকন চক্রবর্তী।এরপর কোম্পানিকে শুধুমাত্র ৫৩ লক্ষ টাকা দেয়।বাকি টাকা দিতে বহু টালবাহানা করে সে।
পরে কোম্পানির তরফে তদন্ত করা হয়।তারা জানতে পারে যে খোকন অসমের যে ওষুধের দোকানের নামে ৮৪ লক্ষ টাকার ওষুধ নিয়েছিল তারা খোকনের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে।তবে খোকন কোম্পানিকে শুধুমাত্র ৫৩ লক্ষ টাকা দিয়েছিল।এরপর কোম্পানির তরফে বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য বেশ কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল।তবে কোন টাকা দেয়নি সে।
এরপরই সেই কোম্পানি দিল্লির কীর্তি নগর থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ঘটনার তদন্তে নেমে শিলিগুড়িতে পৌঁছায়।এরপর শিলিগুড়ি থানার সহযোগিতায় মিলনপল্লী এলাকা থেকে খোকনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লি রওনা দিয়েছে পুলিশ।