শিলিগুড়ি, ২৩ আগস্টঃ আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি।
এদিন মিছিল করে প্রধাননগর থানায় পৌঁছান বিজেপি কর্মী সমর্থকেরা।তবে তার আগেই থানার গেট বন্ধ করে দেয় পুলিশ।এতে ক্ষুব্ধ হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা।
বিজেপির অভিযোগ, বিক্ষোভ প্রদর্শন করে আরজি করের ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবীতে এবং নারী সুরক্ষার স্বার্থে পুলিশকে স্মারকলিপি প্রদান করার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের।কিন্তু থানার ভেতরে তাদের যেতে দেওয়া হয়নি।যেকারনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা।প্রায় ১ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।পরে বিজেপির প্রতিনিধি দলকে থানায় ডাকা হয়।এরপরই জাতীয় সড়ক থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
বিজেপির এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।