শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে ছাদহীন জলের ট্যাংক।আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।দ্রুত মেরামতের দাবিতে এবারে সরব বিজেপি সাংসদ জয়ন্ত রায়।
প্রসঙ্গত, পরিশ্রুত পানীয় জল সরবরাহ জন্য ৩১ নম্বর ওয়ার্ডে রয়েছে একটি বড় কংক্রিটের জলের ট্যাংক।ফুলবাড়ি থেকে পরিশ্রুত পানীয় এই জলাধারে এসে জমা হয়।এরপর সেখান থেকে ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করা হয়।তবে দীর্ঘ দিনের পুরনো ট্যাঙ্কের ছাদটি হঠাৎ ভেঙে পড়ায় ছাদহীন অবস্থায় রয়েছে সেই জলের ট্যাংক।বিষয়টি জানাজানি হতেই মানুষের মনে তৈরি হয় আতঙ্ক।দ্রুত এর মেরামতের দাবি জানিয়ে কিছুদিন আগে ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বিক্ষোভ পদর্শন করে।
অন্যদিকে ট্যাংক দ্রুত মেরামত করা হবে বলেও জানিয়েছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর দীপা বিশ্বাস। এরপরই ট্যাংকটি থেকে জল সরবরাহ বন্ধ করে দেয় জলদপ্তর।সেই থেকেই পুরনিগমের পানীয় জলের গাড়ি সাধারণ মানুষের জলের সমস্যা মিটিয়ে চলেছে।
অন্যদিকে, এই খবর জানতে পেরে সোমবার সকালে এলাকায় হাজির হন বিজেপি সাংসদ জয়ন্ত রায়।তিনি এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্য জল দপ্তরের বিরুদ্ধে।এদিন জলদপ্তর এর আধিকারিককে ফোন করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি।