শিলিগুড়ি, ২৩ জুলাইঃ ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।
শনিবার শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ৩২ নম্বর ওয়ার্ডে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হল।ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জির উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিন তাপস চ্যাটার্জি জানান, পুরনিগমের সহযোগিতায় ৫০০ জনকে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।