শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ অকালে অনেকেই হারিয়েছে তাদের পরিবারের প্রিয়জনদের।সময়ের সঙ্গে হয়তো অনেকের কাছেই কিছুটা হলেও মুছে যাবে তাদের স্মৃতি।শুধুমাত্র বাবা মায়েদের কাছেই চিরতরে থেকে যায় হারিয়ে যাওয়া সন্তানের স্মৃতি।সেই সব শিশুদের সকলের মনে চিরতরে ধরে রাখতে ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হল স্মৃতিসৌধ।
স্বরুপ দে,বিরাজ সরকার, চন্দ্রিমা রায়ের নামে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে।এদিন এই স্মৃতিসৌধের উন্মোচন করেন এলাকারই বয়জ্যেষ্ঠ মঞ্জুরানী দত্ত।এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে যারা প্রথম সারিতে থেকে কাজ করেছেন তাদের স্মারক ও খাঁদা পরিয়ে সম্মান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, ডিআইসিও জগদীশ রায়,ডাঃ অনিরুদ্ধ ঘোষ সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা বিকাশ সরকার জানান,শুধু স্মৃতিসৌধ নির্মানই নয়,এখন থেকে তারা স্থানীদের যে কোন সমস্যায় পাশে দাঁড়ানোর অঙ্গিকার বদ্ধ হয়েছেন।