শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনীর ডি ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।উপস্বাস্থ্য কেন্দ্রের পাশেই বাম মনোভাবাপন্ন সংগঠনের কার্যালয় দেখে ক্ষুব্ধ হলেন মেয়র।
জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের তরফে ২৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সূর্যসেন কলোনীর ডি ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রে নির্মিত হয়েছে।এখানে বিভিন্ন চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ মানিক দে,দুলাল দত্ত সহ বোরো চেয়ারম্যানেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারি জায়গায় বাম মনোভাবাপন্ন সংগঠনের কার্যালয় দেখে ক্ষুব্ধ হন মেয়র গৌতম দেব।তিনি বলেন, এখানে স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি পাশে রয়েছে একটি সরকারী আইসিডিএস সেন্টার।তার মাঝে বাম মনোভাবাপন্ন সংগঠনের কার্যালয় রয়েছে। সরকারী জায়গায় দলীয় কার্যালয় নিয়ে প্রশ্নও তোলেন তিনি।অবিলম্বে এই পার্টি কার্যালয় তুলে নেওয়ার কথা জানান মেয়র গৌতম দেব।