শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ পানীয় জলের সংকট মেটাতে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনীর ব্লক ডি তে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে গভীর নলকূপের কাজের শিলান্যাস করা হল।
জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় এই নলকূপ স্থাপন করা হবে।এদিন মেয়র গৌতম দেব ও পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী প্রকল্পের ফলক উন্মোচন করেন।উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দুলাল দত্ত, ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্যরা।
এদিন মেয়র গৌতম দেব জানান, এই গভীর নলকুপ প্রতিস্থাপনে শুধু ৩৩ নম্বর ওয়ার্ড নয় ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও উপকৃত হবেন।এরফলে প্রানীয় জলের সমস্যা কিছুটা মিটবে।