শিলিগুড়ি,৩ জানুয়ারিঃ দুই বছরের মধ্যে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডকে সবুজে মুড়ে দেব এবং মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।মনোনয়ন জমা দেওয়ার আগে এমনই আশ্বাস প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের।
শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং তাকে মেয়র হিসেবে সামনে রেখে পুরভোটে লড়াইয়ে নামছে তৃণমূল।সোমবার সকালে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে কালী মন্দিরে পূজো দেন গৌতম দেব।এরপরই সেখান থেকে মনোনয়ন জমা দিতে বের হন।
এদিন কালী মন্দিরে পূজো দেওয়ার পর গৌতম দেব জানান, মানুষের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভাতেও এই এলাকার বিধায়ক ছিলাম।সেইসময় অনেক কাজ করেছি।তিনি আরও বলেন, এই ওয়ার্ড থেকে জিতে আসলে আগামীতে কলেজ পাড়ার মতোই মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করবেন এবং সবুজে মুড়ে দেবেন গোটা ওয়ার্ড।
TMC ebar jitbei , sobai achi ebar amader Goutam da r sathe