শিলিগুড়ি,২৫ জুলাইঃ নিজের ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় রাস্তায় নামলেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মেয়র। ওয়ার্ডে বেশকিছু জমি ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে জল জমে থাকতে দেখা যায়। জমে থাকা জল বের করার পাশাপাশি সেখানে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। এছাড়াও সেই বাড়ি ও জমি মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র।
অন্যদিকে ৩৩ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গিপ্রবণ বলা হলেও এখন ডেঙ্গি আক্রান্ত নেই বলেই জানান মেয়র। ওয়ার্ডে নতুন করে ডেঙ্গির লার্ভার সন্ধান মেলেনি বলেও জানিয়েছেন।