শিলিগুড়ি, ১৬ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোড়বাজার ব্রিজ এবং নদী পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব।
স্থানীয়দের অভিযোগ, বিগত একমাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা।ব্রিজ না থাকায় যাতাযাত ব্যবস্থা কার্যত বন্ধ।প্রতিবছরই বর্ষার মরশুমে সমস্ত বাড়িতে নদীর জল ঢুকে পড়ে। যেকারণে সমস্যার পড়তে হয় বাসিন্দাদের।এদিকে কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে।জল ঢুকে পড়েছে বাড়িগুলিতে।
রবিবার সেই এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দুলাল দত্ত এবং মানিক দে, কাউন্সিলর বিমান তপাদার, সেচদপ্তর ও পিএইচই দপ্তরের আধিকারিকেরা।এদিন মেয়রকে সামনে পেয়ে এলাকায় একাধিক সমস্যায় কথা জানান বাসিন্দারা।পাশাপাশি ক্ষোভও উগরে দেন তারা।
এদিন মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকে পার্ট-১ এবং পার্ট-২ এর (মোর বাজার) মধ্যে সংযোগকারী পাকা সেতু নির্মাণ হবে পুজোর আগে।আপাতত অস্থায়ীভাবে একটি ব্রীজ নির্মাণ করা হবে।এলাকায় কিছু পানীয় জলের সমস্যা রয়েছে।চাপা কল বসিয়ে, কুয়ো বসিয়ে এবং জলের ট্যাঙ্ক পাঠিয়ে এই সমস্যার সমাধান করা হচ্ছে বলে জানান তিনি।