শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হতেই অশান্তির ঘটনা সামনে এল।
অভিযোগ, শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় শনিবার রাতে কিছু বাসিন্দাদের ওপর হামলা করা হয়।ঘটনার পর বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা এবং ৩৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী শম্পা নন্দীর স্বামী জয়দীপ নন্দীর নেতৃত্বে কিছু যুবক এসে হামলা চালায়।পরবর্তীতে এনজেপি থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
যদিও জয়দীপ নন্দী জানান যে, মিথ্যে অভিযোগ করা হয়েছে।ভোটের দিন সকাল থেকেই সেখানে সিপিএম এর তরফে এলাকা অশান্তির চেষ্টা চলছিল।রাতে তারা যখন সেখানে যান তাদের ওপর হামলা করা হয়।তাদের এক কর্মীর গাড়ি ভাঙচুরও করা হয়েছে।