শিলিগুড়ি, ২৫ মার্চঃ হরিজন সম্প্রদায়ের মানুষের সমর্থন পেতে বৃহস্পতিবার পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিজন বস্তিতে ভোট প্রচার করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন ৩৫ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে একটি সভার মধ্য দিয়ে সেখানকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী।তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।এর পাশাপাশি ছোটা ফাফরি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারেন তিনি।
গৌতম দেব বলেন, ‘কেন্দ্রীয় সরকারের অমানবিকতার কারনে হরিজনরা নানানভাবে বঞ্চিত।হরিজন বস্তিতে বসবাসকারী বাসিন্দারা আজও পাট্টা থেকে বঞ্চিত।নির্বাচনের পরে তাদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।পাশাপাশি লকডাউনে যে সমস্থ অস্থায়ী রেল শ্রমিকেরা কাজ হারিয়েছে তাদের কাজে ফেরাতে রেলদপ্তর যে ভাষাতে বুঝবে, সেই ভাষাতেই আন্দোলন করে দাবি আদায় করা হবে’।