শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ ভোটগ্রহণের শেষ পর্বে ৩৬ নম্বর ওয়ার্ডে অশান্তির ঘটনা।ভাঙচুর করা হল পুলিশের গাড়ি।অভিযোগ, এদিন ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মাকে বুথের ভেতর ধাক্কা দেয় বিজেপি প্রার্থী পার্থ বৈদ্য।
এরপর থেকে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, শান্তিনগর প্রাথমিক স্কুলে ওই বুথে আটকে রাখা হয়েছিল বিজেপি প্রার্থীকে। ঘটনার পর সেখানে পৌঁছান বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।তিনি বহিরাগত, ভোটারও নন ওয়ার্ডের।তা নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এরপর বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছায়। বিজেপি প্রার্থীকে বুথ থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।ভেঙে যায় কাঁচ। যদিও গাড়ি ভাঙচুরের সঙ্গে তৃণমূল জড়িত নয় বলে দাবি রঞ্জন শীল শর্মার।
