শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ কাউন্সিলরের অভিযোগের পর ৩৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।শুক্রবার বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস ও ওর্য়াডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি।
জানা গিয়েছে, গত বোর্ড মিটিংয়ে ওয়ার্ডের একাধিক সমস্যা নিয়ে মেয়রকে অভিযোগ করেছিলেন রঞ্জন শীল শর্মা।সেই অভিযোগের ভিত্তিতেই এদিন এলাকায় যান মেয়র।৩৬ নম্বর ওয়ার্ডে নুতন মা ক্যান্টিন তৈরির জন্য জায়গাও পরিদর্শন করেন।
গৌতম দেব জানান, মা ক্যান্টিনের জন্য শান্তিনগর বাজার সংলগ্ন স্থান পরিদর্শন করা হল।এছাড়াও ৩৬ নম্বর ওয়ার্ডে নতুন ড্রেনও করতে হবে।ইঞ্জিনিয়ারকে নিয়ে খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।