শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ আসন্ন পুরভোটে পুরনিগম দখলের লড়াইয়ে জোর কদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল।রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা একপ্রকার অমান্য করেই প্রচুর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা।এদিন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে পাঁচ জনের অধিক মানুষ নিয়ে ভোট প্রচার করা যাবে না এমনই নির্দেশিকা জারি করা হয়।সেই নির্দেশিকাকে একপ্রকার অমান্য করেই এদিন প্রচারে নামেন তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা।প্রচারে থাকা অনেক কর্মী সমর্থকের মুখে মাস্ক ছিল না।মুখে মাস্ক নেই ভোট প্রচারে আসা কর্মীদের সঙ্গে কথা বলতেই অজুহাতের লম্বা তালিকা।
এই বিষয়ে রঞ্জন শীল শর্মা বলেন, সকালে প্রচারে বেরিয়েছি।প্রচুর মানুষের সাড়া পাচ্ছি।আমরা পাঁচ জন নিয়েই ভোটে প্রচারের বেরিয়েছি।রাস্তা যেহেতু ছোটো কিছু উৎসাহী মানুষ বাড়ি থেকে বেরিয়ে আমাদের সঙ্গ নিয়েছে মাত্র।সকলে মাস্ক পরেই প্রচারে বেরিয়েছে।যারা কোনো কারণবশত মাস্ক খুলেছে তাদের বারণ করা হচ্ছে।