রাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বনভোজন করলেন কাউন্সিলর রঞ্জন শীলশর্মা।রবিবার রাজগঞ্জের আমবাড়ি ফরেস্ট গেস্ট হাউজে বনভোজনের আয়োজন করা হয়।ওয়ার্ডের সব স্তরের মানুষ বনভোজনে অংশ নেন।তবে বনভোজন ছিল একটু অন্যরকমের।
বনভোজনে হরিকীর্ত্তন, ধর্মীয় আলোচনা ও ভোগআরতি ছাড়াও ছোটদের জন্য ছিল প্রতিযোগিতামূলক খেলার আয়োজন।বয়স্কদের হাতে গীতা তুলে দেওয়া হয়।এছাড়া খাওয়া-দাওয়ার আয়োজনে সম্পূর্ণ নিরামিষ খাবার।
রঞ্জন বাবু বলেন, কয়েক বছর থেকে প্রতিবছর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বনভোজন করা হচ্ছে।সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন।এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি।বছরে একটা দিন অন্যরকমভাবে কাটাতে এই আয়োজন করা হয়।