শিলিগুড়ি, ২৯ মার্চঃ শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় রাস্তা পড়েছিল এক অন্তঃসত্ত্বা মহিলা।রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে পাঠানো হল হাসপাতালে।
স্থানীয়রা জানান, অন্তঃসত্ত্বা মহিলা বেশ কয়েকদিন ধরেই এলাকায় ঘোরাফেরা করছিল।ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্তকে বলে সেখানে একটি স্কুল থেকে মহিলার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।তবে বাড়ির কথা জিজ্ঞেস করলেই মহিলা এড়িয়ে যেত।আজ হঠাৎই মহিলার পেটে ব্যাথা শুরু হয় এবং অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।এরপর কাউন্সিলরের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে আসার পর মহিলা জানায় তাঁর নাম মালতি ঘোষ এবং স্বামীর নাম রতন ঘোষ। বাড়ি জলেশ্বরী এলাকায়।বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা।
