শিলিগুড়ি,১ জুনঃ বিধিনিষেধের মধ্যে আজ থেকে ৩ ঘণ্টার জন্য খোলা রাখার কথা বলা হয়েছে খুচরো দোকান। বেলা ১২ টা থেকে দুপুর ৩ টা অবধি খোলা থাকবে খুচরো দোকান।
নতুন নির্দেশিকা আসতেই মঙ্গলবার ১২ টা বাজতেই খুললো শহরের খুচরো দোকান। আর কিছুটা স্বস্তিতে ব্যবসায়ীরাও। প্রায় ১৫ দিন জরুরি পরিষেবার বাইরে থাকা দোকান সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিছু ক্ষেত্রে যেমন শাড়ি, জুয়েলারি, মিষ্টির দোকানে ছাড় দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকে সমস্ত খুচরো দোকান ১২-৩ টা অবধি খোলা থাকছে।
এদিন শহরের বিভিন্ন বাজারে দোকানগুলি খুলে যায়। ব্যবসায়ীরা জানান, এমনিতেই করোনার জন্য গতবছর থেকে ক্ষতি হচ্ছে। ৩ ঘণ্টার ছাড় দেওয়ায় কিছুটা অন্তত ব্যবসা হবে। আশা করছি ক্রেতারা ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে দোকানে আসবেন। তবে নির্দিষ্ট সময়ের বাইরে দোকান খোলা রাখলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।