শিলিগুড়ি, ১৩ জুনঃ ৩টি পৃথক ঘটনায় দশ জনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।
ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম সুলতান ইসলাম, মকসুদউল হক এবং মনোজ বিশ্বাস।অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয় ২৭৫ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
অন্যদিকে, পরিবহণ নগরে ডাকাতদলের ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম আকবর ইসলাম, আশীষ থাপা, বাহাদুর রায়, আখতারুল এবং মুন্না শাহ।ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়।
তৃতীয় ঘটনায় অবৈধভাবে মদের কারবার চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়।অভিযুক্তদের নাম রমেশ ছেত্রী এবং প্রশান্ত তামাং।মাটিগাড়া থানার অন্তর্গত মাথাভাঙ্গা পুল এলাকায় একটি দোকান থেকে গ্রেফতার করা হয় রমেশ ছেত্রীকে এবং প্রশান্ত তামাংকে বিধানপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।