শিলিগুড়ি,৫ এপ্রিলঃ তিনটি আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম অর্জুন ছেত্রী(২৫),আশিস প্রজা(২৭)ও দয়াল শীল(২৫)।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রের মাধ্যমে প্রধাননগর থানার পুলিশ জানতে পারে যে রাজা রামমোহন রায় ব্রিজের নিচে দুজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে।সেইমতো সেখানে অভিযান চালিয়ে অর্জুন ছেত্রী ও আশিস প্রজাকে ধরে পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি দেশি পিস্তল সহ দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে সোমবার রাতেই পোকাইজোত এলাকায় অভিযান চালিয়ে দয়াল শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে একটি দেশি পিস্তল সহ একটি তাজা কার্তুজ উদ্ধার হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

