শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ চারদিন পর বাড়ি ফিরলো শিলিগুড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তিন নাবালিকা।স্বস্তিতে পরিবার।
জানা গিয়েছে, শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনির সপ্তম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা রায়, মনিকা সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্রী দীপিকা রায় গত বুধবার জন্মদিন উদযাপনের জন্য বাড়ি থেকে বেড়িয়েছিল। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের তরফে তাদের খোঁজাখুঁজি শুরু হয়।কিন্তু তাদের খোঁজ না পেয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।এরপর তদন্তে নামে পুলিশ।
এদিকে গতকাল রাতে নিখোঁজ তিন নাবালিকার মধ্যে প্রিয়াঙ্কা রায়ের মাসি পিঙ্কি দাস পরিবারকে ফোন করে জানান যে তিন নাবালিকা এনজেপি রেলওয়ে স্টেশনে রয়েছে। খবর পেয়ে পরিবার এবং প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনজেপি স্টেশন থেকে তিনজনকে নিরাপদে উদ্ধার করে।
সূত্রের খবর, পিঙ্কি তিন নাবালিকাকেই তার সাথে হাওড়ায় নিয়ে গিয়েছিল।এরপর এনজেপি স্টেশনে ছেড়ে দিয়ে যায়।কী উদ্দেশ্যে তিন নাবালিকাকে তাদের পরিবারকে না জানিয়ে হাওড়ায় নিয়ে গিয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।গোটা ঘটনার তদন্তে প্রধাননগর থানার পুলিশ।
