রাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বরঃ অবশেষে ৪ দিন পর উদ্ধার হল তিস্তা ক্যানেলে ঝাঁপ দেওয়া যুবকের মৃতদেহ।শুক্রবার ফুলবাড়ি ব্যারেজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।পরিবারের লোকরা গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।ফাঁসিদেওয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
প্রসঙ্গত, সোমবার বিকেলে ফুলবাড়ির লক্ষ্মীজোত এলাকায় ক্যানেলে ঝাঁপ দেয় শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বুড়াবুড়ি মন্দির এলাকার বাসিন্দা অশোক পণ্ডিত(৩১)।এরপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।
এরপর ৪ দিন পর আজ ফুলবাড়ি ব্যারেজ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়।